দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদ টি দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন হিসাবে পরিচিত। জামালপুর হতে দেওয়ানগঞ্জ যাওয়ার পথে খড়মা নতুন বাজারের পূর্বে মেন রাস্তার পূর্ব পাশে অবস্হিত।এটি ২০০৬সালে নতুন করে নির্মান করা হয়।
০১।জমির পরিমান- ০.৫২ একর ।
০২।খতিয়ান নং ও দাগ নং- খতিয়ান নং-৪০৮, দাগ নং-৭০০, জমির পরিমান ০.২৬ একর ।
খতিয়ান নং-২৪, দাগ নং-৬৯৯, জমির পরিমান ০.২৪ একর ।
খতিয়ান নং-৪০৮, দাগ নং-৭০০, জমির পরিমান ০.০২ একর।
০৩।ইউপি কার্য়ালয়ের প্রকৃতি ও কক্ষ সংখ্য-১৪ কক্ষ বিশিষ্ট পাকা দ্বিতল ভবন ।
০৪।জমির দাতার নাম-ক)মোঃ আব্দুল হাই খান
খ)মোঃহুমায়ুন কবির
এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের নাম মোঃ তারিকুল ইসলাম বিদ্যুৎ। জামালপুর জেলা সদর হইতে উক্ত ইউনিয়ন কার্যালয়ে রেল পথে এবং সড়ক পথে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস