খড়মা মধ্যপাড়া গ্রামে দেওয়ানগঞ্জ জামালপুর সড়কের ঠিক পশ্চিম পাশে খড়মা বাইতুল মামুর জমে মসজিদ অবস্হিত। মরহুম নজিব উদ্দিন সরকার ও মোঃ আজিজুল সরকার কর্তৃক দানকৃত ০.৮ শতাংশ জমির উপর স্হানীয় লোকজনের সহযোগিতায় টিনের ঘর তৈরী করে এবং১৯৮১ সনে মসজিদটি প্রতিষ্ঠিত হয়।পরবতীতে মরহুম আমজাদ হোসেনের প্রচেষ্ঠায় এবং কুয়েত রিলিফ ফান্ড এর অনুদানের মাধ্যামে বায়তুল মামুর জামে মসজিদটি মনোরম পরিবেশে নির্মিত হয় এবং অত্র ইউনিয়নে একটি দর্শনীয় মসজিদ।রাস্তার পথচারী মুসল্লিরা এসে আল্লাহর এবাদত করতে পারে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস